লাইফ সাপোর্টে কবরী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন তার ছেলে শাকের চিশতী। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

এর আগে করোনা শনাক্ত হওয়ার পর গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না পাওয়ায় গত ৮ এপ্রিল তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, আজ বৃহস্পতিবার বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কবরীর ছেলে শাকের চিশতী জানান, তার মায়ের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা ক্রিটিক্যাল। মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, আগে থেকেই কিডনির জটিলতার পাশাপাশি অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জনপ্রিয় এই অভিনেত্রী।

উল্লেখ্য, সারাহ বেগম কবরীর চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে। দেশের চলচ্চিত্র অঙ্গনে সবার প্রিয়মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেছেন কবরী।