প্রচারের আগেই গেম অব থ্রোনস দেখতেন যে প্রেসিডেন্ট

বিনোদন প্রতিবেদক: টিভিতে প্রচারের আগেই গেম অব থ্রোনস (গট) দেখতে পারতেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের জন্য এতটুকু সুবিধা করে দিয়েছিল টিভি চ্যানেল এইচবিও।

জানা গেছে, টিভিতে যখন গেম অব থ্রোনস প্রচার করা হতো, বারাক ওবামা তখন প্রেসিডেন্সিয়াল কাজে ব্যস্ত থাকতেন। টিভিতে বসে বসে দেখার মতো সময় পেতেন না। তাই তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। প্রচারের আগেই তাঁর কাছে পৌঁছে যেত গেম অব থ্রোনসের পর্ব।

২০০৮-২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এই সময় তিনি এই বিশেষ সুবিধা গ্রহণ করেছেন।  ২০১১ সাল থেকে প্রচারিত হয় গেম অব থ্রোনস ধারাবাহিক টেলিভিশন শো।  প্রথম থেকেই তিনি এটি আগাম পেয়েছেন কি না নিশ্চিত জানা যায় নি। আবার ২০১৬ সালে অবসরে যাওয়ার পরে এইচবিও টিভি চ্যানেল তাঁকে আগাম পৌঁছে দেওয়া অব্যাহত রেখেছিল কি না, প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে।

গেম অব থ্রোনস হল ডেভিড বেনিওফ ও ডি. বি. ওয়েস নির্দেশিত মার্কিন কাল্পনিক নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক। এটি জর্জ আর. আর. মার্টিন রচিত ফ্যান্টাসি উপন্যাস ধারাবাহিক আ সং অব আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে নির্মিত, যার প্রথম উপন্যাসটি হল আ গেম অব থ্রোনস। ধারাবাহিকটি আইসল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, কানাডা, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, মাল্টা, মরক্কো, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিত্রায়িত হয়েছে। ধারাবাহিকটি ২০১১ সালের ১৭ই এপ্রিল এইচবিও চ্যানেলে প্রথম প্রচারিত হয় এবং এর সপ্তম মৌসুম শেষ হয় ২৭শে আগস্ট ২০১৭। ২০১৯ সালের ১৪ই এপ্রিল ধারাবাহিকটির অষ্টম মৌসুম এবং শেষ মৌসুম এর ১ম পর্ব প্রচারিত হয়েছে।

কাল্পনিক মহাদেশ ওয়েস্টরস ও এসস-এর পটভূমিতে আবর্তিত গল্পে গেম অব থ্রোনস-এর কয়েকটি কাহিনিসূত্র ও বিশাল সংখ্যক কুশীলব রয়েছে, তবে এতে তিনটি প্রধান গল্প আবর্তিত হয়েছে। প্রথমটি সাত রাজ্যের লৌহ সিংহাসন, যেখানে রয়েছে দখল বা এর থেকে স্বাধীনতা লাভের লক্ষ্যে কয়েকটি অভিজাত রাজ্যবংশের মধ্যে মৈত্রী ও দ্বন্দ্বের গল্প। দ্বিতীয় গল্পটি সর্বশেষ শাসনকারী রাজবংশের শেষ উত্তরসূরিকে কেন্দ্র করে, যাকে নির্বাসিত করা হয় এবং সে সিংহাসন দখল করতে বদ্ধপরিকর। তৃতীয় গল্পে রয়েছে নাইট্‌স ওয়াচ, একটি দীর্ঘকালস্থায়ী ভ্রাতৃত্ব যারা দেয়ালের উত্তরের বন্য মানুষ ও কিংবদন্তি প্রাচীন জীবদের হুমকির হাত থেকে এই রাজসিংহাসনকে প্রতিরক্ষায় নিয়োজিত।