না ফেরার দেশে শিশিরের বাবা মমতাজ উদ্দিন

মৃত্যুবরণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শশুর ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ উদ্দিন সরদার। আজ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তথ্যটি নিশ্চিত করে দেশের জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট বিডিক্রিকটাইমের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন মমতাজ উদ্দিন সরদার। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

সে জন্য চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গতরাত ১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেপে বসেন তিনি। কিন্তু মার্কিন মুলুকে পৌঁছানোর আগেই তার শশুর না ফেরার দেশে চলে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনা হবে নাকি সেখানেই মাটি দেয়া হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই তার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হতে পারে।