
করোনা ভাইরাসের সচেতনতা নিয়ে নতুন করে তৈরি করা ইউনিসেফের জনপ্রিয় শিশুতোষ মীনার কার্টুন। মিনার নতুন একটি পর্ব সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে।
কিভাবে ভাইরাস থেকে বিশেষ করে করোনা ভাইরাসের মত মহামারী থেকে নিজেদের মুক্ত রাখা যায় সে বিষয় নিয়েই এবারের পর্বটি নির্মাণ করা হয়েছে।
শনিবার (২০ মার্চ) মিনা কার্টুনের এই নতুন পর্বটি সবার জন্য উম্মুক্ত করে দেয় ইউনিসেফ। ইউনিসেফ বাংলাদেশ নামক ফেসবুক পেজে উম্মুক্ত করা হয় ভিডিওটি। ভিডিওটির সাথে ক্যাপশনে লিখে দেয়া হয় ‘দুষ্টু ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মীনা! কে জিতবে সেই লড়াইয়ে?’
নতুন পর্বটি বের হবার পরপরই প্রশংসা পাচ্ছে দর্শকদের। মহামারী করোনার সময় ইউনিসেফের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভিডিওটি শেয়ারও করছেন অনেকে। ১৯৯৩ সাল থেকেই মীনা কার্টুন বাংলাদেশে বেশ জনপ্রিয় বিশেষ করে শিশুদের কাছে। মীনা কার্টুনের মাধ্যমে শিশু ও তাদের পরিবারকে বিভিন্ন বিষয়ে সচেতন করার কাজ করে আসছে ইউনিসেফ।