
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় জন চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের ছয় জন চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তারা সবাই হাসপাতালে কর্মরত ছিলেন এবং রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। আজ তাদের পরীক্ষার রিপোর্ট আসলে আক্রান্তের বিষয়টি জানা যায়।
তিনি আরো জানান, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে দুই জন স্বামী-স্ত্রী রয়েছেন। তাদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাকি চার জন বাসায় সেলফ আইসোলেশনে আছেন। তবে তার সবাই ঠিক কীভাবে কোথা থেকে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।
বাসায় সেলফ আইসোলেশনে থাকা এক চিকিৎসক জানান, গত বুধবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। আজ শনিবার সেই পরীক্ষার রিপোর্ট আসার পর জানতে পারেন তিনি কোভিড-১৯ আক্রান্ত। আগামীকাল রোববার পরীক্ষার জন্য তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হবে।
হাসপাতালে একটি সূত্রে জানা যায়, এ ঘটনার পর ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অ্যানেস্থেসিয়া বিভাগে কাজ করা অন্তত ১৫ জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।