সাতক্ষীরায় ভারতফেরত ১১ জন করোনা ‘পজিটিভ’

সাতক্ষীরায় ভারতফেরত ১১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সপ্তাহখানেক আগে প্রায় দেড়শ জনের একটি দল দেশে আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। গতকাল শেষ দিনে নমুনা পরীক্ষা করা হলে ১১ জনের রিপোর্ট ‘পজিটিভ’ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

তিনি বলেন, করোনা পজিটিভ হওয়া ওই ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে যে ভাইরাস পাওয়া গেছে সেটা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা, তা জানার জন্য শিগগিরই আইইডিসিআর-এ স্যাম্পল পাঠানো হবে।

এর আগে গতকাল মঙ্গলবার যশোর ও নড়াইলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৩ যাত্রীর শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তারও আগে ৮ মে যশোরে আরো দুই করোনা রোগীর শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এরইমধ্যে ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি ডবল মিউট্যান্ট না হলেও বেশ উদ্বেজনক। করোনার এই ধরনটিতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর হারও বেশি ঘটছে। এই ভ্যারিয়েন্টের আক্রমণেই ভারতের অবস্থা এখন টালমাটাল।