সকল ধরনের ইফতার মাহফিল আয়োজন বন্ধের নির্দেশ -ধর্ম মন্ত্রণালয়

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ রয়েছে সব ধরনের গণজমায়েত। এমনকি জুমার নামাজ ও মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে অনেক আগেই। এর মধ্যেই আগামীকাল শনিবার থেকে দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবারই তারাবির নামাজের ক্ষেত্রে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ ইফতার মাহফিল আয়োজন বা অংশগ্রহণ করা যাবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ থেকে রক্ষায় সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জনস্বার্থে পবিত্র রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন করতে পারবেন না। সেইসঙ্গে এ ধরনের কোনো অনুষ্ঠানে কেউ অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এই নির্দেশনা কেউ অমান্য করলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার একই মন্ত্রণালয়ের অপর এক আদেশে জানানো হয়, রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তবে জামাতে সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন। এর মধ্যে দুই জন কোরাআনে হাফেজ ও ১০ জন মুসল্লি।

এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় থেকে এর আগে মসজিদে জুমার নামাজ আদায় ও পাঁচ ওয়াক্ত নামাজের জামাত নিয়ে যে নির্দেশনা জারি করেছে তা বলবৎ থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।