শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আজ দেশ উন্নয়নের পথে -সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের পথে রয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) উপলক্ষে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার কথাও চিন্তা করছেন। আর তাই করোনার দ্বিতীয় ঢেউ এমনভাবে মোকাবেলা করছেন, যাতে মানুষের কোনো সমস্যা না হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারন খালেদা জিয়া আজ কারাগারে না থেকে বাসায় রয়েছেন। শেখ হাসিনা মানবিকতার কারণেই সেটা সম্ভব হয়েছে। তার মুক্তির ক্ষেত্রে বিএনপির কোনো কৃতিত্ব নেই। বরং তারা প্রতিহিংসার রাজনীতি নিয়েই ব্যস্ত রয়েছে।

উল্লেখ্য, আজ (১৭ মে) বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রায় ৬ বছর নির্বাসিত থাকার পর নিদারুণ অনিশ্চয়তা মাথায় নিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। সেই থেকে নানা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আর শাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন শেখ হাসিনা।