শুরু হল তিন দিনব্যাপী অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০

আজ ১৭ জুলাই ২০২০ তারিখ শুক্রবার বেলা ১১ টায় অনলাইন জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। প্রায় ৫০০ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া অনলাইন বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. আরশাদ মোমেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. পারভিন হাসান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এন্ড হিউম্যানিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস আজীম।

অনুষ্ঠানের শুরুতে শোক প্রকাশ করা হয় প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং অধ্যাপক আলী আসগরের স্মরণে। এরপর কংগ্রেসের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সেলর ইবরাহিম মুদ্দাসসের।

বিএফএফ এর চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান বলেন, “মানুষ প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করতে পারে। আজকের অনুষ্ঠান তারই একটি দৃষ্টান্ত।“তিনি আরো বলেন, “ সমাজের জন্য সুশাসন অত্যন্ত জরুরি। নাইলে সঠিকভাবে বিজ্ঞানচর্চা করা সম্ভব হবে না। সুশাসনের অন্যতম উপাদান হচ্ছে স্বচ্ছতা। আর স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য দরকার নতুন উদ্ভাবনী চিন্তা , প্রায়োগিক ও প্রযুক্তিগত ভাবনা যা নিয়ে আসতে পারে বিজ্ঞানচর্চা। এক্ষেত্রে শিশু-কিশোরদের উদ্যম অন্যদের তুলনায় আমাদের এগিয়ে নিবে” এর পাশাপাশি তিনি কংগ্রেসের সাথে জড়িত সকল শিক্ষক, গবেষক, মেন্টর, স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পারছি আমাদের নেই পর্যাপ্ত জনসম্পদ, নেই হাসপাতাল, যন্ত্রপাতি এবং সমন্বয়। এর কারণ আমরা বিজ্ঞান শিক্ষার্থীদের সেই মোটিভেশনে তৈরি করতে পারছি না।“ তিনি আরো বলেন, “আমাদের বর্তমান সময়ের শিক্ষা আমাদের সাহায্য করবে ভবিষ্যতে আমরা বিজ্ঞান শিক্ষাকে কোনদিকে নিয়ে যাব।“ তিনি নীতি নির্ধারকদের এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি বর্তমান যেভাবে অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক গবেষকদের এই আয়োজনে যুক্ত করা যাচ্ছে সেই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান এবং কংগ্রেসের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এ বছরের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব বলেন, “ দেশের বাইরের গবেষকদের সঙ্গে এবারই প্রথম আমাদের বিজ্ঞান শিক্ষার্থীদের সরাসরি কাজ করার সুযোগ হচ্ছে। এই শিক্ষা আমাদের ভবিষ্যত কংগ্রেসেও কাজে লাগবে।” শিক্ষার্থীদের এবারের অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানান এবং কংগ্রেসের সার্বিক শুভকামনা জানান ।

এরপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের  মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।  এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আরশাদ মোমেন চৌধুরী এবং এসপিএসবির সহ-সভাপতি মুনির হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং  বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান ও  ডিপার্টমেন্ট অব ইনলিশ এন্ড হিউম্যানিটিস ব্রাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এবং ট্রাস্টি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ফিরদাউস আজীম। অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেজ থেকে।

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিক ভাবে বিজ্ঞান আয়োজনগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এবছর ৭ম বারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। এবছরের অনলাইন বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানগুলো সরাসরি দেখা যাবে বিজ্ঞান কংগ্রেসের ফেইসবুক পেইজে fb.com/cscongressbd

কংগ্রেসে আজকে প্রথম এবং দ্বিতীয়দিনে  শিক্ষার্থীরা তাদের পোস্টার ও প্রজেক্টের প্রদর্শনী এবং পেপার উপস্থাপন করবে অনলাইনে। তৃতীয়দিন অনুষ্ঠিত হবে ক্ষুদে বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক-বিজ্ঞানীদের নিয়ে যৌথ কংগ্রেস। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানীদের সাথে দেশের বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং এ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করবেন। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সভাপতি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। যৌথ কংগ্রেস শেষে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হবে।  কংগ্রেসের সেরা গবেষণা কাজগুলোকে পুরস্কৃত করার পাশপাশি নির্বাচিত তিনটি গবেষণাকে পেপার অফ দ্য কংগ্রেস, পোস্টার অফ দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অফ দ্য কংগ্রেস হিসেবে পুরস্কৃত করা হবে।  কংগ্রেসের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জগদীশ চন্দ্র বসু ক্যাম্প।

গত ফেব্রুয়ারী ও মার্চ মাসজুড়ে কংগ্রেসের প্রস্তুতির লক্ষ্যে সারাদেশে আয়োজিত হয়েছে প্রস্তুতিমূলক কর্মশালা ও কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প। প্রস্তুতিমূলক  কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেয়ার নিয়মাবলী শেখানো হয়েছে। সেই সাথে তিন দিনের কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ও মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ)  এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজনে এবছর অনুষ্ঠিত হচ্ছে ৭ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ।