
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আজ বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি এবং অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেনের লেভেল কমে গেছে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আজ তাকে ইনজেকশন দেওয়া হয়। এর পর তার অক্সিজেনের লেভেল আরো কমে যায়। এর পর তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল বুধবার হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় আজ বৃহস্পতিবার তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে জানান, রুহুল কবির রিজভীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
জানা যায়, গত ১৬ মার্চ রিজভীর করোনা শনাক্ত হয়। এর পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার রিজভীর তৃতীয় দফায় করোনা পরীক্ষা করা হয়। এতেও তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।