লাঠি হিসেবে ব্যবহার করতে অস্ত্র দেয়নি সরকার :আইজিপি

কক্সবাজারে প্রায় পাঁচ মাস পর কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। টেকনাফের পাহাড়ি এলাকার এ ঘটনায় তিন রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত হয়েছে বলে জানায় র‌্যাব। ঘটনাস্থল থেকে মোট ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি উদ্ধারের কথা জানানো হয়।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আজ বুধবার কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এদিন ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সন্ত্রাসীরা গুলি করলে তা প্রতিহত করতে পুলিশকে অস্ত্র দিয়েছে সরকার। প্রয়োজনে জীবন রক্ষায় এ অস্ত্র ব্যবহার করা হয়।

এ সময় পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, বন্দুকযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বন্দুক ফেলে পালিয়ে আসবে? কোনো বিপজ্জনক সশস্ত্র গ্যাং গুলি করলে কি আমরা শহীদ হবো?

নিহত তিন রোহিঙ্গার মধ্যে জকির হোসেনকে ‘ভয়াবহ ডাকাত’ আখ্যায়িত করে আইজিপি বলেন, গত তিন বছরে তার কাছ থেকে দেড় শ অস্ত্র উদ্ধার করা হয়। নিহত হওয়ার পরেও তার কাছে ৯টা অস্ত্র পাওয়া যায়। তার সঙ্গে যা হয়েছে, তা প্রয়োজনেই হয়েছে বলে আমি মনে করি।

ঘোষণা দিয়ে ‘বন্দুকযুদ্ধ’ চালু করা বা বন্ধ করার কোনো বিষয় নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা হলে আমরাও প্রয়োজনে সরকারি অস্ত্র ব্যবহার করবো। লাঠি হিসেবে ব্যবহার করতে সরকার অস্ত্র দেয়নি। সরকার শুধু লাঠি দিলে আমরা তা-ই ব্যবহার করব।