রিকশার ওপরেই চালকের মৃত্যু, এগিয়ে আসেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিকভাবে নিজের রিকশার ওপরই মারা গেছেন এক চালক। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রিকশাচালকের নাম তোফাজ্জল হোসেন। বয়স ৬০ বছর। হঠাৎ মারা যাওয়ায় করোনাভাইরাসের আতঙ্কে কেউ তার কাছে যায়নি। ফলে দীর্ঘক্ষণ রিকশার ওপরের পড়ে ছিল তার মৃতদেহ।

পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিন, উপজেলা মেডিকেল কর্মকর্তা আলমগীর হোসেন ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ঘটনাস্থলে যান। ওই রিকশাচালক করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা জানতে তার নুমনা সংগ্রহ করা হয় এবং মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, মারা যাওয়া ওই রিকশাচালক দীর্ঘদিন ধরে অ্যাজমার সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।