
ভোটারদের টানতে কেন্দ্রের পাশেই রান্না করা বিরিয়ানি জব্দ করেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার এ ঘটনা ঘটেছে কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে। দ্বিতীয় ধাপে আজ ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে যথারীতি ভোটগ্রহণ শুরু হয় বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে। এর পাশেই কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করেন।
বড় ডেকচিতে করে রান্না করা সেই বিরিয়ানি প্যাকেটে করে ভ্যানযোগে ভোটারদের বাড়ি বাড়ি পাঠানো হয়। এমন ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাস্থল থেকে ১০টি ডেচকিসহ ১০০ প্যাকেট বিরিয়ানি জব্দ করে তা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী।
সেখানে প্রায় ৯ মণ চালের বিরিয়ানি রান্না করা হচ্ছিল বলে জানা যায়। এর আগে ভোটারদের মাঝে নারিকেল তেল বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল প্রার্থী রবির।