ভোররাতের ঝড়ে দেশে ৭ জনের প্রাণহানি

ভোররাতে তীব্র ঝড়ের কবলে পড়ে জয়পুরহাট ও নারায়ণগঞ্জে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় একই পরিবারের তিন জনসহ মোট চার জন এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন জন মারা যান। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মৃত্যুবরণ করা তিন জন একই পরিবারের। তারা হলেন- শিল্পী বেগম (২৭) তার দুই ছেলে নেওয়াজ (৭) ও নিয়ামুল হোসেন (৪)। সকালে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর ঘরের দেয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আর কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামে ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে মরিয়ম বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঝড়ের কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটি উপজেলা। চার জনের মৃত্যু এবং অন্তত দুই হাজার বাড়ি-ঘর ও অসংখ্যা গাছপালা ভেঙে পড়েছে। ৪০টি গ্রামের ফসল নষ্ট হয়ে গেছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার রসূলবাগ এলাকায় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের ওপর পড়ে। ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আনুমানিক ২৫ বছর বয়সী এক নারী, ১০ বছর বয়সী এক কন্যা শিশু ও সাড়ে তিন বছরের এক ছেলে শিশু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক।