বিএসএমএমইউ অধ্যাপকে ও তার মেয়ে করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক অধ্যাপকের শরীরে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়। এর পরে তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাখা হয়। আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী ও মেয়ের নমুনা পরীক্ষা করা হয়। এতে তার মেয়ের শরীরেও করোনা পজিটিভ এসেছে। তবে স্ত্রীর শরীরে কোভিড-১৯ নেগেটিভ পাওয়া যায়।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত বিএসএমএমইউ’র ওই অধ্যাপকের সংস্পর্শে আসা সকলকে ইতোমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ওই অধ্যাপকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও পরিচালক মাহবুবুল হক।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ ভাইরাস শনাক্তের পর ওই অধ্যাপকের বিভাগে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ পদে থাকায় ওই অধ্যাপক প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতেন। গতকাল বৃহস্পতিবারও ক্যাম্পাসে এসেছিলেন তিনি। করোনা শনাক্ত হওয়ার আগে সহকর্মীদের মাঝে মাস্কও বিতরণ করেছেন।

সকলের কাছে দোয়া চেয়ে অধ্যাপক শহীদুল্লাহ শিকদার গণমাধ্যমকে জানান, বর্তমানে তিনি বাসায় আছেন। হাসপাতালে রোগী দেখতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন বলে ধারণা করছেন।