
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার থেকে তিনি প্রচণ্ড পেট ব্যথায় ভুগছেন। সেইসঙ্গে বমিও রয়েছে। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে বাসায় অবস্থান করেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তার তত্ত্বাবধানে আছেন
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
জানা যায়, ১৯৮৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় পেটে গুলিবিদ্ধ হন রিজভী। এ ঘটনায় অস্ত্রোপচারের পর থেকেই সাবঅ্যাকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকশন সমস্যায় ভুগছেন তিনি। ফলে মাঝে মধ্যেই তার বিভিন্ন জটিলতা দেখা দেয়।
সম্প্রতি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থানের সময়ও এ রকম সমস্যা দেখা দেয় তার। সে সময়ও রুহুল কবির রিজভীর পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।