বরিশালে নতুন ৫ জন করোনা রোগী শনাক্ত

বরিশালে বৃহস্পতিবার নতুন করে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাত ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানানো হয়। বরিশালের জেলা প্রশাসক এস এ অজিয়র রহমান রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ নিয়ে বরিশাল বিভাগে ৯ এপ্রিল থেকে ২৮ জন করোনা–আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন।

বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত পাঁচজনের মধ্যে জেলার উজিরপুর উপজেলার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ, বাবুগঞ্জের ৫৩ বছর বয়সী এক ব্যক্তি, ২৪ বছর বয়সী এক তরুণ, ৯ বছর বয়সী একটি শিশু ও অজ্ঞাতপরিচয়ের অপর এক ব্যক্তি।

বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে একমাত্র ভোলা জেলায় এখনো কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। বাকি পাঁচ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর এক সপ্তাহে ২৩ জন আক্রান্ত হলেন।

এর মধ্যে বরিশাল জেলায় ১৪ জন, বরগুনায় ৪ জন, ঝালকাঠিতে ৩ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ২ জন। বরগুনা, পটুয়াখালী ও বরিশালে একজন করে করোনা–আক্রান্ত রোগী মারা গেছেন।

বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত পাঁচজনের মধ্যে জেলার উজিরপুর উপজেলার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ, বাবুগঞ্জের ৫৩ বছর বয়সী এক ব্যক্তি, ২৪ বছর বয়সী এক তরুণ, ৯ বছর বয়সী একটি শিশু ও অজ্ঞাতপরিচয়ের অপর এক ব্যক্তি।

বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে একমাত্র ভোলা জেলায় এখনো কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। বাকি পাঁচ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর এক সপ্তাহে ২৩ জন আক্রান্ত হলেন।

এর মধ্যে বরিশাল জেলায় ১৪ জন, বরগুনায় ৪ জন, ঝালকাঠিতে ৩ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ২ জন। বরগুনা, পটুয়াখালী ও বরিশালে একজন করে করোনা–আক্রান্ত রোগী মারা গেছেন।