বরিশালে নতুন করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগে নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ৬৬৯ জন। মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রন্তের মধ্যে বরিশাল জেলায় ৫৪ জন, ভোলায় ১, বরগুনায় ৪, পিরোজপুরে ২১ ও ঝালকাঠি জেলায় ৪ জন রয়েছেন। বিভাগে এখন পর্যন্ত কোভিড–১৯–এ মৃত্যু হয়েছে ৩৪ জনের। আর সুস্থ হয়েছেন ৪১৮ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বরিশাল বিভাগে সংক্রমণের হার জুনে এতটা বেড়েছে যে সেটা এখন গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। এ জন্য আমরা জুনের শুরুতেই কঠোর লকডাউনের সুপারিশ করেছিলাম। গতকাল সোমবার বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে। এরই মধ্যে মানচিত্র তৈরি হয়েছে। আশা করি, আজকালের মধ্যে এলাকাভিত্তক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে।’