বরিশালে ইউএনও ও জেলা শিশু কর্মকর্তা করোনা আক্রান্ত

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ চন্দ্র দে ও বরিশাল জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। গতকাল রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবের পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁদের দুজনের করোনা ‘পজিটিভ’ আসে।

আজ সোমবার ইউএনও পিযুষ চন্দ্র দের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এ এম অজিয়র রহমান। জেলা প্রশাসক বলেন, মেহেন্দীগঞ্জের ইউএনও পিযুষ চন্দ্র করোনা মোকাবিলায় শুরু থেকেই সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন। মূলত সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত কারও সংস্পর্শে এসে তিনিও সংক্রমিত হয়েছেন। কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা পরীক্ষার পর গতকাল তাঁর প্রতিবেদন ‘পজিটিভ’ আসে।

জেলা প্রশাসন জানান, করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বরিশাল জেলার ১০ জন ইউএনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন, তাঁদের খাদ্যসহায়তা নিশ্চিত করা, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনাসহ সার্বিক সব দায়িত্ব পালন করছেন। মেহেন্দীগঞ্জের ইউএনও করোনায় সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে এই প্রথম বিভাগে কোনো ইউএনও করোনায় আক্রান্ত হলেন। পিযুষ চন্দ্র দে বর্তমানে নিজের সরকারি বাড়িতে চিকিৎসাধীন। তবে শারীরিকভাবে তিনি ভালো রয়েছেন।

অপর দিকে, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীর সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস। জাতীয় শিশু সংগঠন খেলাঘর আসরের সঙ্গে যুক্ত পঙ্কজ রায় চৌধুরী বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় অবস্থান করে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীর কয়েক দিন ধরে সর্দি ও জ্বর দেখা দেয়। এ কারণে গত শুক্রবার তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর পরীক্ষার ফলাফলে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে।