
জামালপুরের ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের জব্বারের খানের ছেলে এনামুল ,হাসান আলীর ছেলে কালা মিয়া ,কাইল্লা শেখের ছেলে শাহ জামাল ,কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন । গাইবান্দা ইউনিয়নের আখির মাহামুদের ছেলে মহিজল ও পলবান্দার ইউনিয়নের কালু শেখের ছেলে জবেদ আলী ।জানা গছে, এই বজ্রপাতে ৩টি গরু মারা যায়।ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।