প্রতি ৩৭ মিনিটে বিবাহবিচ্ছেদ

করোনার শুরুর দিকে মাস দুয়েক রাজধানী ঢাকায় বিবাহবিচ্ছেদের হার নেমে এসেছিলো শূন্যের কোঠায়। বিষয়টি নিয়ে তখন আশান্বিত হয়ে উঠেছিলেন সমাজবিশ্লেষকরা। কিন্তু বাস্তবতা যে মোটেও তা ছিলো না সেটা প্রমাণ হয়ে গেলো জুনে এসে। এই মাস থেকে ঢাকায় তালাকের হার ঊর্ধ্বমুখী। জুন থেকে অক্টোবর পর্যন্ত বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।

ঢাকার দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে একটি তালাকও নথিভুক্ত হয়নি। মে মাসে হয়েছে হাতে গোনা কয়েকটি। এটা হয়েছে মূলত সাধারণ ছুটির কারণে, ওই সময় সবকিছু বন্ধ ছিল। ৩১ মে যখন সাধারণ ছুটি শেষ হলো তখন দেখা গেলো, আগের স্বাভাবিক সময়ের চেয়েও বেড়ে গেছে বিচ্ছেদের হার।

জুন থেকে অক্টোবর, এই পাঁচ মাসে গড়ে প্রতিদিন ৩৯টি তালাকের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, অর্থাৎ ঢাকায় প্রতি ৩৭ মিনিট অন্তর একটি করে তালাকের ঘটনা ঘটেছে এসময়। আগে যেটা ছিল ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১টি করে। এই পাঁচ মাসের মধ্যে দুই সিটিতে তালাক হয়েছে ৫ হাজার ৯৭০টি।

বিশ্লেষকরা বলছেন, করোনাকালে বিচ্ছেদের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে বিশেষভাবে কাজ করেছে আর্থিক সঙ্কট। বেসকারি প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মন্দা। কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করেছে অনেক প্রতিষ্ঠান। অনেকে আবার কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে। কোথায়ও আবার চাকরি থাকলেও বেতন বন্ধ হয়ে গেছে। এসব কারণে সংসারে অর্থনৈতিক চাপ বাড়ায় অনেক দম্পতি তা মানিয়ে নিতে পারছেন না।