
একই দিনে, প্রায় একই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। গতকাল বুধবারের (২৩ জুন) এই ঘটনা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। দুই চিরবৈরী দেশের দূতদের এমন বৈঠককে কাকতালীয় বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রায় একই সময়ে বৈঠক করলেও একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়নি। অথচ মন্ত্রণালয়ের একই ভবনের একই তলার পাশাপাশি দুটি রুমে তাদের বৈঠক হয়! ভারতের হাইকমিশনার দোরাইস্বামী কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় সেখানে উপস্থিত হন ভারতের দূত বিক্রম কুমার দোরাইস্বামী। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তিনি যখন চলে যান, তখনও বৈঠকে ছিলেন পাকিস্তানের হাইকমিশনার। কী কথা হলো তাদের দুজনের সঙ্গে, তা অবশ্য খোলাসা করে বলছেন না কোনো পক্ষই।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বৈশ্বিক ফোরামে বেশকিছু নির্বাচনে বাংলাদেশের সমর্থন চায় ভারত। আগেও এ নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় দূত এবার সেই বিষয়টি নিয়ে প্রতিশ্রুতি চাইছিলেন। বন্ধুদেশের এমন অনুরোধে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কী বলেছেন, তা জানা যায়নি। এমন বৈঠকের পর সাধারণত প্রেসরিলিজ পাঠানো হয়, এবার তাও করা হয়নি।যতদূর জানা গেছে, পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা হয়েছে অনেকগুলো বিষয় নিয়ে। এর মধ্যে আছে- বারিধারায় পাকিস্তানের হাইকমিশনের জন্য বরাদ্দ করা প্লট জটিলতা। আলোচনার মাধ্যমে ওইদিনই বিষয়টার সুরাহা হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আহ্বান এসেছে দুই পক্ষ থেকেই।