পরকীয়ার জেরে লঞ্চের কেবিনে নারীকে হত্যা !

বরিশাল নদীবন্দরে এমভি পারাবত-১১ লঞ্চের কেবিন থেকে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় পাওয়া গেছে।

নৌ-পুলিশ জানায়, আঙ্গুলের ছাপ অনুযায়ী নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস লাবনী। দুই শিশু সন্তানের মা লাবনীর স্বামী পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।

রাজধানীর মিরপুরে বাবার বাসায় থাকতেন তিনি। চাকরির প্রলোভনে এবং পরকীয়া প্রেমের টানে সোমবার প্রেমিকের সঙ্গে লঞ্চে করে বরিশাল যাচ্ছিলেন তিনি। তবে তার প্রেমিকের পরিচয় জানা যায়নি। এদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে নৌ-পুলিশ।

এদিকে, হত্যার ঘটনার ৩৬ ঘণ্টার ভেতরে হত্যার সাথে জড়িত থাকায় মনিরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পিবিআইয়ের।