
ভাস্কর্য ইস্যুতে প্রথম দিকে কিছুটা চুপ থাকলেও এখন সরব আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ইতোমধ্যে এই ইস্যুতে ধর্মীয় নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। এবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিলেন, ধোলাইপাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাজ চলবে, কেউ ঠেকাতে পারবে না। ভাস্কর্য নির্মিত হবেই।
আজ সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। স্বাভাবিকভাবেই সেখানে ঘুরেফিরে আসে ভাস্কর্য-বিতর্কের বিষয়টি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তাদের প্রস্তাব দিয়েছে, দিতেই পারে। কিন্তু আমাদের স্পষ্ট অবস্থান হলো, বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে এবং থাকবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ভাস্কর্য নির্মাণ ইতিহাসের মীমাংসিত বিষয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিকভাবেই বিধিবদ্ধ একটি বিষয়। হেফাজতে ইসলামসহ অন্যান্য মৌলবাদী গোষ্ঠি এর বিরোধিতা করে মূলত সংবিধানকেই অস্বীকার করেছে, যা মেনে নেয়া যায় না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যে আঘাত হানা হয়েছে। এটা বাংলাদেশের স্বাধীনতার চেতনার মর্মমূলে আঘাত হানার শামিল। সম্পূর্ণভাবে দেশ এবং সংবিধানবিরোধী কর্মকাণ্ড। এমন স্পর্ধার কোনো ক্ষমা নেই। মনে রাখা দরকার, বঙ্গবন্ধু কোনো দলের নন, তিনি এই দেশের স্থপতি। যে দেশে বসবাস করবেন, সেই দেশের স্থপতিকে অপমান করবেন, তা তো হয় না !