ধর্ষণ ও নির্যাতন বন্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

‘নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০ পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় সদরঘাট বুলবুল ললিতকলা একাডেমী মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটনপুলিশ লালবাগ বিভাগের কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়।

বাবু বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজিব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে কোতয়ালী জোনের পুলিশ পরিদর্শক (পেট্রোল) সাইফুল ইসলাম, বুলবুল ললিতকলা একাডেমী (বাফা) সাধারণ সম্পাদক ফজলুর রহমান,কোতোয়ালি থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, সদরঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন হাওলাদার, সম্পাদক কাইয়ুম হোসেন, আওয়ামী লীগ নেতা কুদ্দুস হাওলাদার, ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শওকত আলী, ৩৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, সাবেক ছাত্রলীগ নেতা নবিন আহম্মেদ, পারভেজ আহমেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। সরকার যেভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন দ্রুততার সাথে কার্যকর করেছে বিগত কোন সরকারের আমলে এত দ্রুত তার সাথে কোনো আইন প্রণয়ন করা হয়নি।এছাড়া সরকার নারী নির্যাতন বন্ধে হটলাইন নাম্বার ১০৯ চালু করেছে এবং ট্রিপল নাইনে (৯৯৯)ফোন করেও তাৎক্ষণিক সকল সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে এটা শুধু বর্তমান সরকারের আমলেই সম্ভব হয়েছে।

এতে দর্শকসারি থেকে কবি নজরুল কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া ও সমাজকর্মী দিলারা বেগম বিট পুলিশিং কার্যক্রম কিভাবে গতিশীল করা যায় এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)