
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব প্রাণহানির ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত। হঠাৎ করে শুরু হওয়া ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যেই এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে মানুষ ছাড়াও বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিহতদের মধ্যে নেত্রকোণার ৭ জন, কিশোরগঞ্জের ১, ময়মনসিংহের ১ এবং সুনামগঞ্জের ১ জন।
নেত্রকোণায় নিহত ৭ জনের পাশাপাশি ৩ জন আহত হয়েছেন। এছাড়া মদন উপজেলার শিবপাশা গ্রামের দুটি গবাদি পশুও মারা গেছে। বজ্রপাতের ঘটনা ঘটে দুপুর আড়াইটার দিকে। নিহতের মধ্যে দুজন কেন্দুয়া উপজেলার, খালিয়াজুরী উপজেলার তিনজন এবং দুজন মদন উপজেলার বাসিন্দা।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে ৩টার কিছু সময় আগে। উপজেলার গুরুই ইউনিয়নের বেয়াতিরচরের হাওরে বজ্রপাতের এই ঘটনায় মারা গেছেন ১৭ বছর বয়সী আরিফুল ইসলাম। হাওর থেকে গুরু আনতে গিয়েই বজ্রপাতের কবলে পড়েন তিনি।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মারা গেছেন আবু তাহের নামে এক ব্যক্তি। ময়মনসিংহে ফুটবল খেলার সময় বজ্রপাতে মারা গেছেন আতিকুল ইসলাম (৩০)।