
দেশে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। সামনে কী পরিস্থিতি দাঁড়াবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখনও সময় আছে, সতর্ক না হলে বিপর্যয় নেমে আসবে।
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, আমরা হয়তো পাকিস্তান-ভারতের তুলনায় ভালো আছি, কিন্তু যেভাবে ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা তাতে সামনের দিকে পরিস্থিতি আরো খারাপ হওয়ার ইঙ্গিত পাচ্ছি।
তিনি আরো বলেন, অর্থনীতির চাকা কিছুটা হলেও সচল রাখার স্বার্থে কোনো কোনো ক্ষেত্রে লকডাউন সামান্য শিথিল করা হয়েছে। দুঃখজনক হল, এই সুযোগে অনেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাস্তাঘাটে বেরিয়ে পড়েছেন। দেশবাসীকে অনুরোধ করছি, দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।
পুলিশ-ডাক্তার-সাংবাদিকসহ যারা করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন, তাদের উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন- আপনার ভয় পাবেন না, মনবোল অটুট রাখবেন। শেখ হাসিনা সরকার সবসময় আপনাদের পাশে আছে।