দিগ্বিদিক শূন্য বিএনপি -ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তারা এখন দিগ্বিদিক শূন্য। দলটির নেতারা কী বলতে কী বলছেন কিংবা কী আচরণ করছেন, তা বুঝতে পারছেন না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছেন।

আজ শনিবার (১২ জুন) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতায় যেতে বিএনপি এখন মিথ্যাচার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত তারা। যদি তারা নির্বাচনে জেতার গ্যারান্টি পায়, তাহলেই নির্বাচন কমিশন ভালো। দুর্নীতি দমন কমিশন যদি তাদের নেতাকর্মীদের না ধরে তাহলে দুদক ভালো। আর যদি স্বার্থের বিপরীতে হয় তাহলে প্রতিষ্ঠানগুলো ভালো না।

ক্ষমতায় যেতে বিএনপি যুদ্ধের ডাক দিয়েছে। একটা গণতান্ত্রিক দেশে এমন ডাক ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। গণতন্ত্রের প্রতি ন্যূনতম সম্মান থাকলে কেউ এভাবে মন্তব্য করতে পারে না। বিএনপি দেশে গণতন্ত্রও চায়, আবার জোর করে সরকারকে নামাতে চায়- এটা হাস্যকর এবং দ্বিমুখী আচরণ।’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, একবার দেশব্যাপী আগুন সন্ত্রাস চালিয়ে ক্ষমতা দখল করতে পারেনি বিএনপি, এমন উগ্র বক্তব্যের মাধ্যমে আবারও তারা সেই পথে হাঁটার আভাস দিচ্ছে। গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে বিএনপি যদি সন্ত্রাস করে তাহলে জান-মাল রক্ষায় সরকারও কঠোর পদক্ষেপ নেবে।