ঢাকা থেকে ৬০ কোটি টাকার কোকেন উদ্ধার

রাজধানী ঢাকা থেকে গতকাল মঙ্গলবার ৬০ কোটি টাকার কোকেন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিকেলে ডেমরার কোনাপাড়া এবং রাতে গুলিস্তান থেকে এসব কোকেন উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই দফা অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের পক্ষ থেকে ডেমরার কোনোপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করার পাশাপাশি আটক করা হয় ৩ জনকে। তারপর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় গুলিস্তানের হোটেল মেঘনায়।

দ্বিতীয় দফার এই অভিযানে পাওয়া গেছে ১ কেজি ৮০ গ্রাম কোকেন। এখানেও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা কোকেনের মূল্য ৬০ কোটি টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে।