ঢাকাকে ছাড়িয়ে গেলো চট্টগ্রাম

দেশে প্রতিদিনই বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নতুন নতুন হটস্পটও চিহ্নিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মৃত্যুর দিক থেকে ঢাকাকে ছাড়িয়ে গেল চট্টগ্রাম।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৮ জন।

এ ছাড়া রাজশাহী ১, খুলনা ২, বরিশাল ১, ময়মনসিংহ ১ এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৮ জন।

এ ছাড়া রাজশাহী ১, খুলনা ২, বরিশাল ১, ময়মনসিংহ ১ এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮০৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২ হাজার ২৯২ জন।

তবে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৯৭৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন (হাসপাতাল ও বাসা মিলে)।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।