ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রোববার বেলা ১১টার দিকে ১০০০ শয্যার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধন করেন।

জানা গেছে, হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ২১২টি। এ ছাড়া এইচডিইউ বেড ২৫০টি ও আইসোলেটেড কক্ষ রয়েছে ৫৩৮টি

এ ছাড়াও রয়েছে ৬ শয্যা ট্রায়াজ বেড ও ৫০ শয্যা বিশিষ্ট জরুরি বিভাগ। সবগুলো বেডের সাথেই রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর ও সিলিন্ডার।

প্রসঙ্গত, ডিএনসিসির মহাখালী মার্কেটটিকে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে চালু করা হলো। যা এতদিন আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এটি পরিচালনা করবে। অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল পরিচালনায় ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স ও ৭০০ স্টাফ এবং ওষুধ-সরঞ্জাম দিয়ে সহায়তা করবে।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট পরিদর্শনে গিয়ে মহাখালীর এই মার্কেটটিকে ৫০০ শয্যার আরবান (নগর) হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন।

এর পর থেকে ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা এই মার্কেটটি করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পাশাপাশি বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাবও এখানেই স্থাপন করা হয়েছে।