টিকা নেয়ার ১৬ দিন পর করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী

টিকা নেয়ার ১৬ দিন পর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী সাজ্জাদ হোসেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ রশিদ-উন-নবী। তিনি বলেন, টিকা নেয়ার দিনই সাজ্জাদের শরীরে জ্বর ছিল। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ ফেব্রুয়ারি টিকা নেন সাজ্জাদ হোসেন। পরীক্ষা করালে ২৩ ফেব্রুয়ারি করোনা পজেটিভ আসে তার।

এদিকে, টিকা নেয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মন্ত্রণালয়টির সিনিয়র তথ্য অফিসার সেলিম হোসেন জানান, গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন ত্রাণ সচিব। অসুস্থবোধ করায় গত ১৮ ফেব্রুয়ারি পরীক্ষা করালে পরদিন করোনা পজেটিভের বিষয়টি জানতে পারেন তিনি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, শরীরে করোনার জীবাণু থাকা অবস্থায় টিকা নিলে তা কাজ নাও করতে পারে।

ভাইরাসটির শক্তিকাল ১৫ দিন উল্লেখ করে তিনি আরো বলেন, এর আগেই সম্ভবত সংক্রমিত হয়েছেন তারা। বিষয়টি হয়তো তারা বুঝতে পারেননি।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সারাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।