
দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়ার পর শরীরে জ্বর আসায় বহিষ্কৃত যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়াকে কারাগারে ফেরত পাঠিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। একইসঙ্গে তার করোনা টেস্টও করানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল বলেন, সম্প্রতি পাপিয়াকে রিমান্ডে নেয়া হয়। কিন্তু তিনদিনের মাথায় তার শরীরে জ্বর আসে। এরপর মাঝপথেই জিজ্ঞাসাবাদ বন্ধ করে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।
তিনি বলেন, শরীরে জ্বর আসায় তার করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে। তবে পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। সুস্থ হওয়ার পর তাকে আবার রিমান্ডে নেয়া হবে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি অবৈধ অর্থপাচার, জাল টাকার কারবার, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে শামিমা নুর পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব-১ এর সদস্যরা।
বাকি তিন জন হলেন- তার স্বামী মফিজুর রহমান (৩৮), মফিজুরের পিএস সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার পিএস শেখ তায়্যিবা (২২)।
জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্মের মাধ্যমে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। গত তিন মাসে তিনি হোটেল বিল পরিশোধ করেছেন প্রায় ৩ কোটি টাকা। এর মধ্যে প্রতিদিন বারের বিল দিয়েছেন প্রায় আড়াই লাখ টাকা। অথচ তার আয়কর ফাইলে বছরে আয় দেখানো হয়েছে ২২ লাখ টাকা।