
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ই আগস্ট দুপুরে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতেপ্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আকবর বাবলা, ঢাকা মহানগর দক্ষিণ ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন কোতয়ালী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জাবেদ হোসেন মিঠু সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এক সংক্ষিপ্ত ভাষণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি বঙ্গবন্ধু হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে শেখ রাসেলকে নির্মমভাবে হত্যার কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন।এছাড়া তিনি বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গঠনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)