
কোনো আলেমকে গ্রেপ্তার করা হচ্ছে না, যারা গ্রেপ্তার হচ্ছেন তারা হলেন আলেমের মুখোশধারী দুষ্কৃতিকারী- এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সম্প্রতি হেফাজতে ইসলামের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক একটি অনলাইন কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ড. হাছান মাহমুদ বলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা গত ২৬-২৮ মার্চ দেশে তাণ্ডব চালিয়েছে। মানুষের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি পুড়িয়ে দিয়েছে। যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।
রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ওই সময় একদল দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। আরেক দল হামলা করতে নির্দেশ দিয়েছে। যারা এসব নির্দেশনা দিয়েছে মামলা অনুযায়ী তাদেরকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকার সম্মানিত আলেমদের গ্রেপ্তার করছে- বিএনপির এমন অভিযোগের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি বরাবরই ধর্ম নিয়ে রাজনীতি করে। তাই সুযোগ পেয়ে এখন তারা এমন কথা বলবেই। যারা দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে নিয়েই রাজনীতি করে বিএনপি।