
রাজধানীর শেরেবাংলা নগরে ফাঁকা রাস্তায় একসঙ্গে পাঁচটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের পাশের একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে এক ব্যক্তি আহত হয় এবং কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল হক গণমাধ্যমকে বলেন, গণভবনের পাশের ক্রসিংয়ে বিভিন্ন দিক থেকে আসা পাঁচটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে একটি জরুরি ত্রাণ বিতরণের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি মাইক্রোবাস রয়েছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার শিকার গাড়িগুলির কোনোটি গাবতলীর দিকে যাচ্ছিল, কোনোটি মোহাম্মদপুর থেকে আসছিল। সংঘর্ষের ফলে সিএনজি অটোরিকশাটির একপাশ এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া একটি কোম্পানির পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপ একপাশে উল্টে যায়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটার কারণ সম্পর্কে জানা না গেলেও বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে পুলিশ।
এসআই সানাউল হক বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাই বাসায় রয়েছে। এ সুযোগে ফাঁকা রাস্তায় অনেক চালকই নিয়ম না মেনে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছে।