
অস্ত্রের ভয় দেখিয়ে স্ত্রী ও সন্তানের হাত পা বেঁধে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাত দল। কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরী রোডে মদিনা নগর এলাকায় এক ফল ব্যবসায়ীর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় এমন দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। উক্ত ফল ব্যবসায়ীর নাম টিটু শেখ, সে রাজধানীর বাদামতলীতে ফলের ব্যবসা করেন।
ঘটনার বিবরণে ফল ব্যবসায়ী টিটু শেখ জানান তিনি ৩/৪দিন আগে ফল কেনার জন্য রাজশাহী গিয়েছিলেন । এই সুযোগে মঙ্গলবার গভীর রাতে ১০/১২জনের মুখোশ পড়া একদল ডাকাত তার বাড়ির কেচিগেট ও মেইন গেটের তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রী ও ছেলের হাত-পা বেঁধে ফেলে । এসময় তারা ঘরের আলমারী ভেঙ্গে সেখান থেকে সাড়ে ৩ ভরি স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় এই ঘটনা পুলিশকে জানালে আবারও তাদের বাড়িতে ডাকাতি করবে বলে ডাকাতরা তার স্ত্রী ও ছেলেকে হুমকি দিয়ে যায়।
তিনি আজ সকাল ৬টায় রাজশাহী থেকে বাড়ি ফিরে এই ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। কেরানীগঞ্জে দক্ষিন থানার এস,আই আবুল কালাম মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা না নেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)