কেরানীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা !

জনসচেতনতা তৈরি ও মাস্ক বিহীন চলাচল নিরুৎসাহিত করতে আজ কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বর ও এর আশপাশে কয়েকটি জায়গায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে ও কেরানীগঞ্জ মডেল থানাপুলিশ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এ সময় রাস্তার চলাচলে মুখে মাস্ক ব্যবহার না করা, চায়ের দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী উঠানামা করার অপরাধে কয়েকজনকে তাৎক্ষণিক জরিমানা করা হয়।

তবে জরিমানা নয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মূখ্য উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করা। পরে মাস্কবিহীন পথচারী ও রিকশা চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ উপজেলার জনপ্রিয় মেজিস্ট্রেট (এসিল্যান্ড) কামরুল হাসান সোহেল বলেন  জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে  কিছু মানুষ কে অর্থদন্ড দেয়া হয়েছে,যাতে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় ও সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলে।

উল্লেখ্য,  এই জনপ্রিয় মেজিস্ট্রেট কেরানীগঞ্জ বাসিকে সেবা দিতে গিয়ে নিজেও করোনা আক্রান্ত হন। সম্প্রতি সুস্থ হয়ে আবার নিজ কর্মস্থলে যোগদান করেন।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)