
সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা আজ কিছুটা কমলেও আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে অনেক বেশি। আজ কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা৩৪ জন । এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮২ জনে। আক্রান্তদের মধ্যে একজন শিশু, নয়জন নারী ও বাকিরা সবাই পুরুষ।
আজ রাত ১১:৩৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন।
আক্রান্তদের মধ্যে শুভাড্যা ইউনিয়নে একজন নারী তার বয়স ৬৫ বছর। কোন্ডা ইউনিয়নের জাজিরায় একজন পুরুষ ও একজন নারী সহ মোট তিন জন।
জিঞ্জিরা ইউনিয়নে সাত বছরের একজন শিশু, সাজেদা হাসপাতালের একজন নারী কর্মী সহ দুই জন নারী ও তিন জন পুরুষ। শাক্তা ইউনিয়নের খোলামোড়ায় একজন পুরুষ সহ দুই জন পুরুষ ও তিন জন নারী সহ মোট পাঁচজন।
কালিন্দী ইউনিয়নে ছয়জন পুরুষ ও রুহিতপুর ইউনিয়নে চার জন পুরুষ। তেঘরিয়া ইউনিয়নে দুই জন পুরুষ ও আগানগর ইউনিয়নে দুই জন পুরুষ।
হজরতপুর ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স তার বয়স ২৪ বছর ও একজন পুরুষ কর্মকর্তা তার বয়স ৩৪ বছর।
২১ বছর বয়সী একজন পুরুষ তার ঠিকানা উল্লেখ করে নাই।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, কেরানীগঞ্জে বাসীর কাছে অনুরোধ অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন পরিবার ও আশপাশের লোকদের ভালো রাখুন।
উল্লেখ্য গত ৫ই এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এরপর ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল। ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ হয় এবং ২ জুন এ সংখ্যা ৫০০ ছাড়ায়, ১২ জুন তা ৬০০ ও গতকাল ১৮ই জুন তা ৭০০ ঘর অতিক্রম করে। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন ও সুস্থ হয়ে উঠছেন ২৮০ জন এবং এখন পর্যন্ত মোট পরিক্ষা হয়েছে ২৬০০ জনের কাছাকাছি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)