কেরানীগঞ্জে সুয়ারেজ লাইন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা মহামারিতেও থেমে নেই উন্নয়ণ কাজ। সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও অব্যাহত রয়েছে সকল প্রকার উন্নয়নের ধারা। এখানকার রাস্তা-ঘাট,অলি-গলি সব জায়গায় লেগেছে ক্ষমতাসীন সরকারের উন্নয়নের ছোয়া। তারই ধারাবাহিকতায়  সংস্কার কাজের উদ্বোধন করা হলো জিনজিরা  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলাকাবাসীর বহুকাঙ্খিত বন্দ ডাকপাড়া সড়ক। এতেকরে আরো সুগম হবে এ অঞ্চলের বাসিন্দাদের সহজে যাতায়াতের ব্যবস্থা। 

আজ (৭ই এপ্রিল) বুধবার  সকাল ১১ টায় জিনজিরা ইউনিয়নের সফল চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী রমজান আলীর সার্বিক তত্ত্বাবধানে বন্দ ডাকপাড়ায় আজাদ মিয়ার দোকান হইতে গরুর খামার পর্যন্ত ৭৫০ মিটার রাস্তা আরসিসি ঢালাই ও ৩৬ ইঞ্চি পাইপের মাধ্যমে সুয়ারেজ লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন।

স্থানীয়দের ভাষ্য মতে,এ এলাকাটি কেরাণীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলীর একদম সন্নিকটে হওয়া সত্বেও বিগত সরকারের সময় এ এলাকাটি ছিল উন্নয়ন বঞ্ছিত। বন্দ ডাকপাড়ার এ রাস্তা দিয়ে চলাচল ছিল এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। রাস্তায় জমে থাকা সুয়ারেজ লাইন এর পানির কারণে এলাকার মুরুব্বিদের মসজিদে যেতে ও কোমলমতি বাচ্চাদের স্কুলে যেতে বিরাট কষ্ট হতো। কাজেই রাস্তাটি মেরামত ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। আজ এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পুরন হলো।

এ বিষয়ে জিনজিরা ইউনিয়নের ৪ নংওয়ার্ড মেম্বার ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রমজান আলী বলেন,আমার নির্বাচনী ওয়ার্ডের এ রাস্তাটি দীর্ঘদিন যাবত ছিলো অবহেলিত। কিন্তু এটি আজ আর অবহেলিত বা সুবিধা বঞ্চিত এলাকা নয়। স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে ও জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু ভাইয়ের সার্বিক সহযোগিতায় আজ এ রাস্তার সুয়ারেজ লাইন স্থাপন ও আরসিসি ঢালাইয়ে কাজের শুভ উদ্বোধন করা হলো। এজন্য তিনি স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকুকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক আহমদ আলী, বিশিষ্ট সমাজসেবক সেলিম হোসেন, জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আজাদ হোসেন, সহ-সভাপতি মোঃ সুলতান মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)