কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার দুপুর ১টার সময় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম মোঃ নান্নু মিয়া(৩৫)।  তিনি স্থানীয় বাজারের একজন মুরগি ব্যবসায়ী। নিহত মোঃ নান্নু মিয়ার বাড়ি আব্দুল্লাহপুর নাসির পাড়া এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায় নিহত নান্নু মিয়া আব্দুল্লাহপুর জমিদার লেচু মিয়া কাঁচা বাজারে মুরগীর ব্যবসা করতেন। তিনি দুপুরের দিকে ওই বাজারের পাশেই বাসস্ট্যান্ডে যাওয়ার সময় একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।এই ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)