কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে আরও ৩১ জুয়াড়ি আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর বিশেষ অভিযানে কেরানীগঞ্জের কালিগঞ্জ বাজার, গোলাম বাজার, জিনজিরায় অভিযান চালিয়ে ৩১ জন  আইপিএল জুয়াড়িকে আটক করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর মিডিয়া সেন্টার থেকে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে জানানো হয়, র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (১৭ই এপ্রিল) রাত দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় অভিযান চালিয়ে দশ আইপিএল জুয়াড়ি সহ মোট  ২০ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোর্ট, ০১টি মনিটর খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ২২টি (১১+১১) মোবাইল ফোন ও নগদ- ৭৯,৬৩০/- (৫২,৬০০ + ২৭,০৩০) টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখে রাত ১১:৩০ টার সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা আটাপট্টি রোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায়  ১১ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৪৬৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- ২৪,১৬০/-(চব্বিশ হাজার একশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)