
কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরের পাশে বেগুন বাড়ী এলাকায় ঢাকা-মাওয়া চলাচলকারী ইলিশ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম খোকন (৩০)।তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার তোতার খীল গ্রামে। তার পিতার নাম আলী আহমেদ। নিহতের পালসার মোটরসাইকেলটির নাম্বার ঢাকা মেট্রো – ল ৪৪- ৫২১৭ . মটর সাইকেল চালানোর সময় তার মাথায় হেলমেট ছিলো না।
এ প্রসঙ্গে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ শাহ জামান জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘাতক ইলিশ পরিবহন নামের ওই বাসটিকে আটক করেছে । তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)