কেরানীগঞ্জে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও করোনার দ্বিতীয় ধাপ বা (second wave)  শুরু হয়ে গেছে।প্রতিদিনই বাড়ছে টেষ্ট ও আক্রান্তের সংখ্যা।তাই এই মহামারীর ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৬শে নভেম্বর) কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়  উপজেলা সহকারী কমিশনার ভূমি (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নির নেতৃত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সতর্কতামূলক মাইকিং করা হয় এবং জনসাধারণের মাঝে  বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ৪ জনকে ৩৫০/- (তিন শত পঞ্চাশ টাকা) জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলমান থাকবে।

অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি বলেন,করোনা মহামারীর ভয়াবহতা ঠেকাতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমরা প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে মাক্স বিতরণ সহ জনগণকে সচেতন করতে কাউন্সেলিং করছি।এখন জনসাধারণ নিজে সচেতন না হয় তাহলে করোনার এই ভয়াবহতা মোকাবেলা করা সম্ভব না।তাই জনগণের কাছে আমার অনুরোধ থাকবে মাস্ক ব্যবহার করুন,পাশাপাশি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কেউ মাস্ক পড়ার পরামর্শ দিন।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)