কেরানীগঞ্জে বিডি ক্লিন এর পক্ষ থেকে ইফতার ও মাস্ক বিতরণ

“প্রত্যেক কল্যাণকর কাজ সদকা”আসুন কাজ করি দেশ ও জাতির কল্যাণে এই শ্লোগানকে বুকে ধারণ করে এক ঝাঁক উদ্যমী তরুনের সংগঠন বিডি ক্লিন কেরানীগঞ্জ পরিবারের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র ও ভাসমান পথশিশুদের মাঝে ইফতার এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ ২৭শে এপ্রিল বিকেলে কেরানীগঞ্জের কদমতলী লায়ন শপার্স ওয়ার্ল্ড, জনি টাওয়ার ও চুনকুটিয়া চৌরাস্তা থেকে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এই সময় দুই শতাধিক অসহায় হতদরিদ্র, ফুটপাতে ও ভাসমান অবস্থায় বেড়ে ওঠা পথশিশু, রাস্তায় চলাচল কারী রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও করোনা সংক্রমণ মোকাবেলায় জনগণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা মুলক কাউন্সেলিং করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কেরানীগঞ্জের উপজেলা সমন্বয়ক হোসাইন মোহাম্মদ আরফিন,সহ সমন্বয়ক সমীর ইফতেখার, হেড অফ আইটি মিজানুর রহমান তাসীব সহ বিডি ক্লিন কেরানীগঞ্জ উপজেলা পরিচালনা পর্ষদের সদস্যগণ।

উল্লেখ্য, ১০ ই ডিসেম্বর ২০২০ প্রতিষ্ঠাকালীন পর থেকেই প্রতি শুক্রবার কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। এরমধ্যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করে ভূয়সী সম্মাননা অর্জন করেছে সংগঠনটি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)