
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩৪৯ জন। বৃহস্পতিবার রাত ১১.৩০ এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নের দারুস সালামের একজন (৫০), আগানগরের একজন পুরুষ(৩২) ,একজন নারী (৪৩),
জিনজিরা ইউনিয়নের আমিরাবাগে একজন পুরুষ (৭০),একজন নারী (৪৬), দুই শিশু (১২,০২), নজরগঞ্জের একজন পুরুষ (৩৭)
কোন্ডা ইউনিয়নের বসুন্ধরা রিভারভিউ এলকার এক নারী (২৫) এবং কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।
মীর মোবারক হোসেন আরো বলেন, দিন যত যাচ্ছে করোনা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সবাইকে সামনের দিনগুলোতে আরো সচেতন হতে হবে। একমাত্র নিজ থেকে সামাজিক ভাবে সচেতন হলে, সামাজিক দুরুত্ব বজায় রাখলেই কেবল করোনাকে প্রতিরোধ করা সম্ভব।