কেরানীগঞ্জে নতুনকরে আরও ৫ জন করোনায় আক্রান্ত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, কালিন্দী ও কোন্ডা ইউনিয়নে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, গত বৃহস্পতিবার এই পাঁচজনের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা নিয়ে যান। গতকাল শনিবার পাঁচ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্তের পজিটিভ ফল পাওয়া গেছে। আক্রান্তদের রাজধানীর কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আক্রান্ত সবাই বাসায় আছেন এবং শারীরিক অবস্থাও ভাল আছে।

আক্রান্তের মধ্যে ২ জন মহিলা যাদের বয়স যথাক্রমে ৩৫, ৩৭ বছর এবং কোন্ডা ও আগানগর ইউনিয়নের বাসিন্দা। আর পুরুষ তিন জনের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে এবং তারা জিনজিরা, আগানগর ও কালিন্দী ইউনিয়নের বাসিন্দা।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ এ। যা উপজেলা পর্যায়ে আক্রান্তের সংখ্যায় দেশের সব চেয়ে বেশি।

অন্যদিকে কলাতিয়া ইউনিয়নে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরটি কর্তৃপক্ষের জানা নেই বলে জানান এই কর্মকর্তা।