কেরানীগঞ্জে নকল শিশু পন্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকার কেরানীগঞ্জের বরিশুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ্যাকটিভ ফেয়ার নামের একটি নকল শিশু পন্য উৎপাদনের কারখানার অভিযান চালিয়ে কারখানাটিকে তিন লক্ষ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তারের নেতৃত্বে আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটি থেকে শিশুদের নকল ভিজা টিস্যু,নিপেল,ফিডার,হারপিক,কটন বার্ড,আতরসহ বিভিন্ন নামী -দামি ও চায়না পন্যের হুবুহু নকল পন্য জব্দ করা হয়।

এ অভিযান প্রসঙ্গে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তার বলেন,কারখানাটিতে অনুমোদন বিহীনভাবে নামী -দামি বিভিন্ন ব্র্যান্ডের ও চায়না পন্যের হুবুহু নকল পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এসব পন্য উৎপাদন করতে হলে পরিবেশের ছাড়পত্র নেয়া দরকার। কিন্তু কারখানাটির এসবের কিছুই নাই। তাই আমরা পরিবেশ সংরক্ষন আইনে তাদের শাস্তিযোগ্য অপরাধে কারখানাটিকে তিন লক্ষ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করে দিয়েছি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)