কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আবু তালেব(১৮)। তার বাবার নাম মোঃ আমির হোসেন। বাসা দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আম বাগিচা এলাকায়। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। এই ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ৯টায়।

ঘটনার বিবরণে জানা গেছে নিহত আবু তালেব রাতে কদমতলী খালপাড় এলাকার একটি গলি দিয়ে আমবাগিচা এলাকায় তাদের বাসায় ফিরছিল। এসময় দুর্বৃত্তরা তাকে ছরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে আশেপাশের মানুষ তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন।

এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করলে,কর্তব্যরত অফিসার ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, “কি কারনে এবং কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা এই মুহূর্তে কিছুই জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ”

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)