
ঢাকার কেরানীগঞ্জে একই দিনে দুই শিশুসহ চার জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার সকালে মডেল থানার শাক্তা গ্রামে বর্ষার পানিতে খেলতে গিয়ে ডুবে লামিয়া (৪) ও তামিম (২) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। লামিয়া ও তামিমের বাবার নাম মোঃ লিটন।
মৃতের স্বজনরা জানিয়েছেন, খালের নতুন পানিতে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই ভাই বোনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যায় বলে জানিয়েছে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।
অন্য দিকে দুপুর দেড়টার দিকে তারানগর ইউনিয়নের ভাওয়াল ভূইয়া বাড়ি মোড়ে সড়ক দুর্ঘটনায় সামসুল ইসলাম (৭০) নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। কোরবানির পশু হাট থেকে ফেরার পথে রাস্তায় সিএনজি-অটোর মুখামুখি সংঘর্ষে তিনি মারা যান। মৃত সামসুল এর বাড়ী শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামে। বিকেলে জানাজা শেষে হিজলা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
অপরদিকে, কেরানীগঞ্জে ১০০ টাকার জন্য বন্ধুদের হাতে মো: সাগর (১৯)নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল শনিবার কেরানীগঞ্জের কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্তরে ছুড়িকাঘাত করা হলে গুরুত্বর আহত অবস্থায় সাগর কে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন।
সাগরের মামতো ভাই মো: রবিন জানায়, সাগর মূলত একজন লেগুনা ড্রাইভার। তার পিতার নাম জমির উদ্দিন। সাগর পরিবারের সাথে শুভাঢ্যা পশ্চিম পাড়ায় রবিন মেম্বারের বাড়িতে ভাড়া থাকতো। লোকমারফত শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সাগর আহত অবস্থায় পরে আছে এবং ওর প্রচুর রক্ত ক্ষরন হচ্ছে। তখন ওকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা ওকে মৃত ঘোষণা করেন। পরে আমরা থানায় খবর দেই।দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী জিন্নাহ জানান , এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।